**** গরীব যারা ****
        -- শ্রী সুমন রঞ্জন সেন
         ০৬/০৩/২০১৯ ইং
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
গরীব যারা ভোগে তারা
সমান তালে বারোমাস,
নিত্য তাদের অশ্রু ঝরে
সুখে দুঃখে গৃহবাস।

বক্ষ মাঝে শত আশা
আশায় চলে কেহ পাশ,
সাগর মাঝে শত খেলা
ধাপে ধাপে  আয়ু নাশ ।

বর্ষাকালে চালের উপর
বর্ষণ ধারা এমনি ভাই,
আওয়াজ শুনে  ঘরের শিশু
ঘুমে বিভোর দেখা পাই।

থালের মাঝে সিদ্ধ চাউল
খেতে হচ্ছে  জ্বালায় সব,
হৃদয় ভেঙ্গে দুঃখ আসে
মায়ায় শুনবে যেন রব ।

হচ্ছে যাহা নিত্য তাহা
মেঘের ডাকে কাঁপে বুক,
গরীব যারা সর্ব পথে
আশায় পূর্ণ চিত্ত সুখ।

-- Suman Ranjan Sen.