ফুলের জীবন
        সুমন রঞ্জন সেন
         02/08/2019
মাত্রাবৃত্ত: ১ম ও ৪র্থ -6+4
               ২য় ও ৩য়- 6+2

ফুলের মতন যদি ফুটি
সুখে থাকতাম ভবে
সুরভি বিকাশ  রবে
সুখের লাগিয়া হেসে উঠি ।

অলি দেখে খুশি শত আশা
বসবে আমার বুকে
থাকব অনেক সুখে
মনের মতন ভালোবাসা।

প্রেমের খেলায় শত হাসি
উদার অলির দেখা
আবেগ জড়ানো রেখা
মিলন মেলার কত রাশি।

সকালে সকালে ফুটে ফুটে
ভোরের বাতাসে খেলা
আসছে আলোর মেলা
কিরণে বিলাপ জেগে উঠে।

বিকালে লোচন ঝুলে পড়ে
আনন ভিজবে জলে
শোকের খবর বলে
ফুলের পাপড়ি মরে মরে।

Suman Ranjan Sen
Nandapur, Bhanga Bazar,
Karimganj, Assam, India.