ফলের রাজা
সুমন রঞ্জন সেন
30/05/2019
পাতার ফাঁকে কেমন করে
ঝুলে আছে আম,
আকার দেখে দিচ্ছে সবাই
নানা রকম নাম।
বর্ষার সময় বৃক্ষ থেকে
কিছু পড়ে যায়,
নিয়ম মেনে এমনি বড়ো
প্রেমিক সবে চায়।
কাঁচা হলে ভিন্ন রকম
আমের স্বাদ টক,
দেখে যারা নিত্য তারা
লোভে ডুবে চোখ।
জিহ্বা মাঝে লালা আসে
একটু খেতে আশ্,
বেশী খেলে রোগে ভুগবে
স্বাস্থ্য কিছু নাশ্।
পাকা হলে রসে পূর্ণ
এমনি পড়ে যায়,
কিছু কিছু পাখি এসে
ডালে বসে খায়।
ফলের রাজা বলে ডাকে
এমনি বদলে রঙ,
খাচ্ছে যারা বুঝে তারা
কেমন রকম ঢঙ।
Suman Ranjan Sen
Nandapur,Bhanga Bazar,
Karimganj,Assam,India.