ধৈর্য্য ধরো
                                    সুমন রঞ্জন সেন
                                   (সহকারী শিক্ষক)
                                         07/10/2018
      Sunday,5.55-6.14pm,badarpur,      

কেন এত রোগময় দিকে দিকে---
আরও চাই ভালো চিকিৎসক
ভাতের মতো খেতে দিবে না ঔষধ---
রোগের মাপে ঔষধ---
সুস্থ হবে দেহ,

ভালো সেবায় থাকবে যারা
দেখবে পাশে দাঁড়িয়েছে শত রোগী..
দিবারাত এত ব্যস্ত..
সারিয়ে তুলতে রোগী
কোথা থেকে গজায় এত,

রোগে তো দেয় কষ্ট,
তার ঔষধ---পেতে
করতে হবে ধৈর্য্য-
রোগী যখন মেনে নিবে সহ্য,
সুস্থ হবে, লাইন ধরো..

আর কতক্ষণ,লাইনে
সময় যাচ্ছে দৌড়ে
তবুও বসে...
নেওয়ার আশায় মন-
থাকতে হবে ধৈর্য্য ধরে।