ধৈর্য ধরে পথ চলা

সুমন রঞ্জন সেন
                28/05/2024
                 5:05 নন্দপুর
                
উষ্ণ কালে তপ্ত তনু গর্ম বহে পড়ে
রাতে বেলা অল্প নিদ্রা কর্ম যাত্রা ভোরে,
রবির কিরণ ধাপে বাড়ে চলা ধৈর্য ধরে
ঈশ্বর স্মরণ বৃষ্টি লাগি, বায়ু যেন উড়ে।

বৃষ্টি যবে আসে বেগে রাস্তা পূর্ণ জলে
হিমেল বাতাস মেঘের গর্জন প্রকৃতিতে নৃত্য,
কত বাধা সহ্য করে চলা মনবলে
শীতল ভিজা কাঁপে শরীর কার্যভারে চিত্ত।

ঠাণ্ডা যখন ধরার মাঝে কুয়াশা স্পর্শ চর্মে
শীতের বায়ু ধাক্কা মারে পীড়া সর্দি জ্বরে,
কাশি হেতু বুকে ব্যথা ঔষধ খেয়ে কর্মে
কষ্ট ভুলে মঙ্গল চিন্তা করি হৃদয় ভরে ।