দীপ্তিময় ভারতবর্ষ
সুমন রঞ্জন সেন
05/04/2020 , 8:25 pm
আলোয় আলোয় সাজবে ভুবন
দিকে দিকে দেখবে আলো,
তিমির রাতে জ্বলবে বাতি
দূরে যাবে ক্ষণিক কালো।
করজোড়ে ডাকব সবে
দেশের প্রতি দেখবে ভক্তি,
অগ্র হয়ে চলব সকল
ভারত ভূমে মানব শক্তি।
মনে মনে করব স্মরণ
রক্ষা করো পরমেশ্বর,
শত নামে শত ডাকে
মানব মনে শ্রেষ্ঠ ঈশ্বর ।
সকল বিভেদ সদা ভুলে
চলব নতুন মিলন সুরে,
যত বাধা যত বিপদ
একক থাকলে যাবে দূরে।
মানব জাতি মোরা সবাই
মোদের বিজয় নিশ্চয় জানি,
পুণ্যভূমি হিন্দুস্থানে
শুনবে আবার ঐক্য বাণী।