* দাদুর খেলা *
- শ্রী সুমন রঞ্জন সেন
০২/০৩/২০১৯ ইং
দাদু আমার এতো আপন
নিত্য রাখে হৃদয় কাছে,
নানা রকম খেলা করে
মন যে ফাঁকে এমনি নাচে।
দিদার সাথে দেখলে আমায়
এমনি বাবু উঠে রেগে,
পরে যদি সাথে দেখে
দু'কান মলে দ্রুত বেগে।
শালা বলে ডাকে মোরে
কাছে এবার দেখা দিবে,
আবার আমি করব বিয়ে
তখন দিদা সত্যি নিবে।
কান কে মলে যখন লাল
ভয়ে আবার বক্ষ কাঁপে,
বিয়ার খবর পেয়ে যেন
মুখের হাসি বড়ো মাপে।
একই সাথে পেয়ে সবাই
শুধু দেখা চিত্ত হাসি,
দাদুর খেলা দেখে নাতি
বারে বারে বাজায় বাঁশি।
* দাদুর খেলা *
- শ্রী সুমন রঞ্জন সেন
০২/০৩/২০১৯ ইং
দাদু আমার এতো আপন
নিত্য রাখে হৃদয় কাছে,
নানা রকম খেলা করে
মন যে ফাঁকে এমনি নাচে।
দিদার সাথে দেখলে আমায়
এমনি বাবু উঠে রেগে,
পরে যদি সাথে দেখে
দু'কান মলে দ্রুত বেগে।
শালা বলে ডাকে মোরে
কাছে এবার দেখা দিবে,
আবার আমি করব বিয়ে
তখন দিদা সত্যি নিবে।
কান কে মলে যখন লাল
ভয়ে আবার বক্ষ কাঁপে,
বিয়ার খবর পেয়ে যেন
মুখের হাসি বড়ো মাপে।
একই সাথে সবাই মিলে
শুধু হচ্ছে চিত্ত হাসি,
দাদুর খেলা দেখে নাতি
বারে বারে বাজায় বাঁশি।