চলাচলে মর্ম ব্যথা
           সুমন রঞ্জন সেন
            15/06/2024

জানো বৃষ্টি
তোমা পানে চেয়ে থাকি
কত ইচ্ছে করে তোমা ধারা
তুমি মুক্ত মনে আসো।

জানো বৃষ্টি
যবে তুমি নাহি আসো
রাস্তা গর্তময়, ধুলোয় পরিপূর্ণ
চলাচলে শত কষ্ট।

ধীর পায়ে আসো যবে
গর্ত জলে পূর্ণ,পথে কত কাদা।
তনু ভিজে, ধাক্কা খেয়ে হাড়ে ব্যথা
তবু চলি মনোবলে।

তোমার উদার মায়া চাই
বর্ষণ ধারায় দেখি যেন চারিদিকে জল
রাস্তাঘাট জল পূর্ণ, চলাচলে সেরা
তরী বেয়ে যাবে চলা,নাহি পাবো পথের ধাক্কা।