ছদ্মবেশী মানব
সুমন রঞ্জন সেন
03/09/2019
অন্তর মাঝে বিষে ভরা
যে জন থাকে এমন,
নিজের কেবল মঙ্গল চিন্তা
চলবে তাহা কেমন।
বিবেক ছাড়া মানুষ যারা
চায় না সবার ভালো,
পরের জগত ধ্বংস করে
নিজের করে আলো।
মানুষ চেনা ভীষণ কষ্ট
মানব জগত মাঝে,
মানব রূপে আছে দানব
দেখবে নানা কাজে।
স্বার্থের পিছু ছুটে সদা
অপরকে দেয় ফাঁকি,
জীবন মাঝে এমন কর্মে
বিপদ আনছে ডাকি।
অহংকার যে পতনের মূল
সবাই ভালো জানে,
আপন মনে চলছে বেগে
ক'জন তাহা মানে।