চাষীর জীবন
      ©সুমন রঞ্জন সেন
        27/02/2020

ভোরের বেলায় শত ঘুমে শান্ত তখন পথ
নিত্য চলি হেঁটে হেঁটে চলছে জীবন রথ।
কোদাল হাতে লাঙল কাঁধে কৃষক আমার নাম
হেলায় হেলায় যাচ্ছে বেলা ঝরে শুধু ঘাম।

আশায় আশায় চাষে ব্যস্ত প্রখর রোদে কাজ
শত চলে আপন মনে নেই তো মোদের লাজ।
অন্ন জোগাড় করতে ভবে কৃষক ছাড়া নাই
অশ্রু ঝরে দিবানিশি চিত্তে ব্যথা পাই।

ফসল তেমন হয়নি এবার সস্তা তবু ধান
গরীব মোরা ভবের পারে পাই না কভু মান।
ফসল বিক্রি করে আমি টাকা পাবো বেশ
মনের আশা মিটবে তখন মনের মাঝে শেষ।

একা একা জীবন ধারা সঙ্গ সাথে নয়
বাজার গরম হলে পরে কর্ম হবে জয়
টাকা থাকে হাতে যখন শত কাছে পাই
সুখে দুঃখে জীবন পথে এমন মিত্রা চাই।

পাকা ধানের দৃশ্য দেখে জোড়ায় আমার প্রাণ
তাহা দেখে গৃহের রাণী কণ্ঠ মাঝে গান।
সুখে দুঃখে সেইতো রাণী আবেগ বেড়ে দেয়
হাসি মুখে থাকে সদা বুকে টেনে নেয়।