বর্ষা এলে
           শ্রী সুমন রঞ্জন সেন
            ০৭/০৪/২০১৯ ইং
বর্ষা এলে ফর্সা হবে
খুশি সবের মন,
চারিদিকে দৃশ্য দেখে
শান্ত বক্ষ বন।

বর্ষা এলে লাগাও সবে
একটি করে গাছ,
গাছের ডালে নানা রকম
দেখবে পাখির নাচ।

স্নিগ্ধ বাতাস অপার ছায়া
আকাশ এবার নীল,
বর্ষা এলে ঝড়ের সাথে
মাঝে মাঝে শিল।

গাছে গাছে ধরবে শত
নানা রকম ফল,
নিত্য খেলে ফলমূল
দেহে পাবে বল।

নদী নালা জলে ভরা
মাছ যে ধরছে কেহ,
বর্ষা দেখে অনেক আবার
বসে আছে গেহ।

Suman Ranjan Sen
Karimganj,Assam,India.