ভবলীলা
রবি ওঠে হাসি মুখে
আলো ফুটে ধরা বুকে
লীলা যে!
ধাপে ধাপে রঙেখেলা
ফুলে ফুলে সাজে মেলা
ভূলোকে!
চোখে দেখে আশা জাগে
খুশী মনে দুলা লাগো
ভাবে কে!
পোঁকা পাখি খেলে সুখে
কত খুশী চোখে মুখে
ভুলি না!
ডালে ডালে বসে ঝাঁকি
ডানা মেলে উড়ে পাখি
সাথে ছা!
মিছা মিছি সখে হেসে
মারে পাখি কাঁদে শেষে
ভাঙে পা!
পাপী সেজে মাথা উঁচু
অবশেষে হবে নীচু
কাজে তা।
ভালোবাসা বিষে মেশা
ভব লোকে ঘৃণা ঘেষা
বোঝে না।
________________________________