ভবেরি রচনা
সুমন রঞ্জন সেন
25/06/2021 10:35 pm
প্রণমি বিধাতা তোমারি চরণে
তোমারি সৃজনে সুচেতা মননে
সাজিছে ধরণী।
চোখেরি পলকে ধরারি বুকেতে
কাজেরি ধারায়ে নিয়ত জগতে
মায়াবী জননী।
চলেছে তটিনী বহিতে বহিতে
মেঘেরি সময়ে লহরী নদীতে।
রূপেরি গরিমা।
পাহাড়ি এলাকা গাছেরি সারণী
আঁকিয়া বাঁকিয়া গমনে সরণি
বাতাসে মহিমা।
মায়ারি সংসারে লোকেরি কাজেতে
আমারি আমারি ভবেরি মাঝেতে
মনেরি বাসনা।
কালেরি খেলাতে একাকী দিবসে
যমেরি আগমে বিদায়ী নিমিষে
ভবেরি রচনা।
পাপেরি সাকল্য বাড়িয়ে বেদনা
তাহারি কারণে হৃদয়ে যাতনা
ঝামেলা ভবেতে।
নিজেরি ক্রিরয়া দয়ালু আচারে
চলেছে ধরায়ে কাজেরি বিচারে
থাকিবে মনেতে।