ইংরেজি ছন্দ: ম্রৈত্যুয়িকী ফার্স্ট পিয়্যান
       ম্রৈত্যুয়িকী ছন্দগঠন: ÷uvv
-------------------------------------------
  *  ভিন্ন রঙে  *
                   শ্রী সুমন রঞ্জন সেন
                    ২৯/১২/২০১৮ ইং

বন্ধু যত       ভিন্ন  রঙে
ব্যঙ্গ করে     রম্য ঢঙে
লক্ষ্য শুধু     বাহ্য সাজে
সার্থ লোভী   বিশ্ব মাঝে!

সঙ্গ ভুলে       রুষ্ঠ মনে
পুষ্প ঝরে     শুষ্ক তনে
সৃষ্ট দুখে        দগ্ধ বুকে
পুষ্টি হারে      নিত্য শোকে!

ত্যাজ্জ্ব করে    মিষ্ট ভাষা
চক্ষু লাজে       দৃশ্য নাশা
সত্য  ডুবে        দত্য হানে
ভক্তি হারে       ভক্ত জানে!

দৃশ্য দেখে       স্তব্ধ সারা
রুদ্ধ আঁখি       নষ্ট ধারা!

Suman Ranjan Sen
Karimganj, Assam, India

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ    

ম্রৈত্যুয়িকী ছন্দের উদ্ভাবক শ্রদ্ধেয় কবি কালাচাঁদ মৃত্যু মহাশয়ের নিয়ম মেনে লিখিত।