বাংলা ভাষা
শ্রী সুমন রঞ্জন সেন
১৯/০২/২০১৯ইং
ভাষার মাঝে দৃষ্ট আলো
বাংলা ভাষায় পড়া শুরু,
কথাবার্তা বলি সেথা
জগত মাঝে দেখবে পুরু।
ভাষা দ্বারা জীবন গড়া
দেখে যাবে নতুন পথ,
পড়ে যারা কর্মে তারা
দেখবে সবাই বাংলার রথ।
শিক্ষা দিবে শিক্ষা নিবে
মাতৃভাষা রাখবে মুখে,
বাংলা মায়ের সন্তান যারা
থাকো সদা সর্ব সুখে।
দেখে দেখে বুঝে শিখবে
বাংলা ভাষার দেখবে মেলা,
তা নিয়ে যে করবে না যে
মাতৃভাষার রঙ্গ খেলা।
ঊনিশে মে শহিদ যারা
স্বেচ্ছায় প্রাণ বাংলা ভাষায়,
তাদের স্মরণ করব মোরা
মোদের বাংলা ভাষার মায়ায়।
শিখব মোরা লড়ব মোরা
গর্ব মোদের বাংলা ভাষা,
রক্ষা করব সম্মান করব
মানবো মোরা মাতৃ ভাষা।
চলছি চলব বলবো বাংলা
রাখব বুকে দেখবে সাথে,
সাহস রেখে যাত্রা চলবে
নব ধারা সাজবে তাতে।
শহিদ যারা থাকবে মনে
জন্ম সূত্রে বাংলার ছেলে,
হৃদয় জুড়ে রাখবে যখন
চিত্ত তখন এমনি খেলে।
Suman Ranjan Sen
Karimganj,Assam,India.