ভালোবাসা
সুমন রঞ্জন সেন
29/11/2019
ভালোবাসা শত রূপ হৃদয়ের ভাষা
মিলেমিশে চলে বেলা জাগে মনে আশা,
অনাবিল কথনের মধুময় হাসি
বিশ্বাসী অক্ষর ফুটে দেখা রাশি রাশি।
আজ কাল ভালোবাসা বোঝা বড় দায়
আজ এক কাল এক শত ব্যথা পায়,
কত মায়া কত লোভে কত রূপে মেলা
দিবানিশি চলে শুধু ছলনার খেলা।
মুখে মুখে ভালোবাসা মন থাকে বাঁকা
ভক্ত সেজে নৃত্য করে শত ছবি আঁকা,
তুমি যারে চিত্তে রাখো এই চিত্তে অন্য
সেই চিত্তে শত আছে ছলনার জন্য।
চলে যাবে হাসিমুখে প্রেমের খেলায়
শান্তি পাবে মর্ম মাঝে যৌবন মেলায়,
গড়ে তুলো শান্তিময় জীবনের রেখা
সময় গড়িয়ে যাবে শেষে শত শেখা।
দু'জনের কথা দেখে শত ভাবে যাহা
বাস্তব রেখার সাথে সত্যি নয় তাহা,
ভালোবাসা মহামায়া লোকে করে জয়
অনেক জনের কর্মে মূল্য কিছু ক্ষয়।