আত্মম্ভরিতা
         সুমন রঞ্জন সেন
           3:29pm
          04/07/2021

নিজস্ব মতে      ধারণা যাহা
বলবে মুখে       আপন স্বরে
খারাপ ভালো  যাচাই করে
অন্তর মাঝে   দেখবে তাহা।

অপেক্ষায় যে  দাঁড়িয়ে কত
হৃদয় কাঁদে    দেখতে থাকে
দুর্বল বলে     আত্মায় ডাকে
সরল তারা        ভুগছে যত।

আত্মম্ভরিতা      ব্যাপৃত যারা
মিষ্ট বচন           মুখের মাঝে
সুযোগ খোঁজে তাদের কাজে
হাসিল করে       মধ্যস্থ তারা।

ঈশ্বর ডাকে       কোমল মর্মে
বিচার হবে           এমন কর্মে।