অতিবৃষ্টি
   সুমন রঞ্জন সেন
২৭/০৫/২০২৪ ইং , ১১.৩০ pm

অতিবৃষ্টি চারিদিকে
চলাচলে কষ্ট,
বিজলি শিলা সাথে এলে
কত করে নষ্ট।

মাঝে মাঝে অল্প হলে
নাহি তেমন বাধা,
মাত্রা একটু বেড়ে গেলে
রাস্তাঘাটে কাদা।

নিত্য কাজে চলে যারা
কালের তালে পথে
শত পীড়া সহে বুকে
ছুটে কর্ম রথে।

রবির তাপে দগ্ধ ধরা
বহে উষ্ণ বায়ু,
অনুভবে এমন ধারা
যাচ্ছে চলে আয়ু।

উদার মায়ায় জগত মাঝে
যবে আসে বৃষ্টি,
বৃক্ষ লতা, নদী নালা
নব রূপের সৃষ্টি।