"আত্মজ্ঞান"
                               সুমন রঞ্জন সেন
                               (সহকারী শিক্ষক)    
                                    04/10/2018
আমায় এত ভালোবাসো নাকি!বলছি শুনো মন দিয়ে।
যারা ডাকে অন্তর দিয়ে,থাকি সদা তাদের হৃদয়ে।।
এতো যদি ধার্মিক হও,নাম বিলাবে সবার কাছে।
সন্তুষ্ট হবো তোমার কর্মে, শান্তি পাবে, নয় মিছে।।
ভালোবাসো বলে রাখো মোরে হিয়ার মাঝে আগলে।
পাবে যখন ছবি তখন দিও না অমনি ফেলে।।
তোমার আপন দাদা ও ভাই লোভের বশে ধনে মত্ত।
আমার ছবি নানা রকমে করে নেয় প্যাকেট জাত।
এত জ্ঞান! হয়েছে ওদের মনের উৎসাহে চলছে।
কেহ কেহ দেখেও তাহা নাহি পাত্তা দিচ্ছে।।
বলার যারা বলেন না তারা অমনি যাচ্ছেন চলে।
সবাই ডাকে হৃদয় ভরে তবু কেন! দেয় ফেলে।।
আর যেন, সহ্য করতে পারছি না যে ধরায়।
অশান্তি পাবে তোরা ভবে চলছো যেমন কর্ম ধারায়।।
নানা দ্রব্য ক্রয় করে প্যাকেট দাও ফেলে।
এমন ভাবে রাস্তায় রাস্তায় কেমনে দিন চলে।।
তবু তোরা মোর সন্তান বদল করো এমন চিন্তা।
বিপদ আসিবে ডাকবে মোরে উদ্ধার করো সর্ব্বজান্তা।।
Suman Ranjan Sen
Karimganj,Assam,India