" আশ্চর্য "
                     শ্রী সুমন রঞ্জন সেন
                      ২০/০১/২০১৯ইং

শত জল বিন্দু ... শোঁ শোঁ শব্দ!
মিলে সব বাক্য হয়ে যাচ্ছে ...
ঢেউ এর ছবি শুধু আছে
কেন এতো... তরঙ্গ!
হিল্লোলে শত শত ছবি
কেহ কি চায় দেখতে
যারা পাশে ঘোরাঘুরি
প্রেমে বিভোর... দিবানিশি
তারাই নানা ছবি তুলছে আর দেখছে।
শত বিন্দুর ভিন্ন খেলা
শুধু নব্য কিছু দেখাবে
দূর থেকে কেহ কি দেখছে...        অবস্থা
সবার কিন্তু...   আলাদা দৃষ্টি
নিকটে  যখন... দেখে নাও
আগমন হলে...
বিন্দুর শোঁ শোঁ শব্দ!
হৃদয় চিরে ক্রন্দন....    নয়তো  আশ্চর্য।

Suman Ranjan Sen Karimganj,Assam, India