আসবো ফিরে ভবে
সুমন রঞ্জন সেন
16/08/2022
আসাম ভূমে আসবো ফিরে
কুশিয়ারা নদীর তীরে
কত রূপে ঘেরা।
জলধারার কত খেলা
হেসে হেসে চলে বেলা
ভাঙ্গার মাঝে সেরা।
সবুজ শ্যামল পাশে আছে
বায়ুর সাথে তারা নাচে
হাসিখুশি হৃদয়।
খেয়াতরী এপার ওপার
কত মাছের দারুণ সাঁতার
বকের সারি উদয়।
মুক্ত মনে খুলে আঁখি
আপন সুরে ডাকে পাখি
ডানা মেলে কত।
চলাচলে মৃদু বাতাস
দেখতে সুন্দর নির্মল আকাশ
চেয়ে থাকি তত।
কোন রূপেতে আসব আমি
জানেন কেবল অর্ন্তযামী
দেখব ঘুরে তবে।
জগতটাকে ভালোবেসে
হৃদয় থাকে দেখার আশে
আসবো ফিরে ভবে।