এসেছো যখন
সুমন রঞ্জন সেন
(সহকারী শিক্ষক)
18/10/2018
নিজস্বীর জন্য এসেছো যখন তুলে নাও তাড়াতাড়ি।
অল্প পরে নাহি পাবে সবাই যাবে নিজ বাড়ি।।
চঞ্চল মনের ফাঁকে যেন দেখো আমায় তাহাই বেশতো।
আমার নামে এসেছ সেথায় আমায় নাহি দেখছো।।
খেয়ে যেন রসিক অমনি রস বেরোয় কথায়।
রসে মন ডুবে আছে আমার দিকে নাহি তাকায়।।
কতো রূপে কত ভক্ত আসছে যেন
স্ব- ইচ্ছায়।
এসে কেহ ডুবে যায় কল্পনার সাগরের মোহনায়।।
নৌকায় যদি উঠতে ইচ্ছা ডাকতে হবে প্রাণভরে।
দেখার জন্য মগ্ন যারা ডুবে গভীর
সাগরে।।
প্রফুল্লিত মনে ধরা মাঝে কাটাও যেন
জীবন কাল।
ভব সাগর পেরিয়ে যাবে থাকবে না কেহ চিরকাল।।
Suman Ranjan Sen
Karimganj,Assam,India