আপন মনে
শ্রী সুমন রঞ্জন সেন
১০/০৪/২০১৯
মেঘের গর্জন যত আসুক
চলতে হবে যে পথ,
চলার পথে সাহস থাকলে
চলতে থাকবে এ রথ।
বর্ষা কালে ছাতা নিয়ে
পথের উপর হেঁটে,
কালো রঙে আকাশ যেন
ডাকছে গলা ফেটে।
কাল বৈশাখীর নৃত্য দেখে
কাতর অনেক ভয়ে,
গাছ পালা যে দোলে সাথে
এবার তাদের জয়ে ।
পাতায় পাতায় বৃষ্টি ফোঁটা
হাসি ফুটছে গাছে,
আপন মনে খেলা করে
সাথে তারা নাচে।
আকাশ এবার সাদা-কালো
নব রঙে সাজে,
মানব সবাই নিত্য যেন
ব্যস্ত নিজের কাজে।
Suman Ranjan Sen.
Karimganj,Assam,India.