আপন কর্মে

সুমন রঞ্জন সেন
7:26pm
19/07/2021
মায়ার ভবে প্রয়োজনে ধাপে কত আসে
আসা যাওয়া কথাবার্তা ক্ষণে ব্যথা নাশে
মন্দ সময় আসে যখন
আত্মবাদী দূরে তখন
অহংকারে রূপের বদল ক'জন থাকে পাশে!

এমন সময় হৃদয় সবল ধৈর্য রাখবে পথে
আপন মনে চিন্তা করে চলবে আপন মতে
জীবন পথে রাখবে মতি
বদল হবে দিনের গতি
সুখে দুঃখে জীবন ধারা কর্মফলে রথে।

নতুন দিশা পাবে যবে অহং নাহি বুকে
চলার পথে মানব সাথে মিষ্ট কথা মুখে
আছে কত বিপদ মাঝে
উত্কোচ নাহি নিবে কাজে
আপন কর্মে ভব পারে থাকবে সদা সুখে।