আপন কারা ?
সুমন রঞ্জন সেন
28/11/2019
চলার পথে শত আপন
সাথে থাকে ক'জন,
অল্প দূরে চলে গেলে
ব্যথা শুধু এ মন।
চোখের আড়াল হলে তারা
নানা কথা বলে,
আপন ভাবনা চিত্ত দিয়ে
ফাঁকি মেরে চলে।
মায়ার বাঁধন হচ্ছে ছেদন
ধাপে ধাপে শত,
মরার আগে মরছে কত
ব্যথা পেয়ে যত।
নানা সাবান দেহে মাখলে
ফর্সা হয় না চিত্ত,
উদার মনের মানুষ হলে
অনেক ভোগে নিত্য।
সুখে দুঃখে জীবন পথে
পাশে থাকে যারা,
মায়া ভরা এ সংসারে
সত্যি আপন তারা।