অঙ্গনা
সুমন রঞ্জন সেন
04/07/2019
মহামায়ার অংশ নারী শতেক রূপ আছে সুপ্ত,
ধাপে ধাপে দৃষ্ট তাহা নিত্য দেখবে কেমন লুপ্ত।
হৃদয় যখন শোকে পূর্ণ কর্ম মাঝে ক্লান্ত থাকবে,
মায়া দিয়ে রাখবে সদা চঞ্চল মনে শান্তি আসবে।
আপন ভাবে কর্ম করে ধাপে ধাপে সংসার সাজে,
যাত্রা দেখবে অগ্রগামী এমন ভাবনা নারীর কাজে।
স্বামীর চিন্তায় নিজে ভাবে কেমন করলে বাধা সরে
দিবারাতে মিলে মিশে কর্ম করে চিত্ত ভরে।
দুঃখে, রাগে থাকলে হঠাৎ সঙ্গের আনন অশ্রু জলে,
আমায় বলো মনের কথা হাস্য থাকবে সদা বলে।
সম্পদ লোভী নয় এ নারী হৃদয় লোভী কেবল থাকে,
উজাড় করে হস্ত শাখা আগলে ধরে বক্ষে রাখে।
মুক্ত মনে নিত্য কথা আলিঙ্গনে মিটে আশা,
সুখে দুঃখে থাকে সাথে জীবন মাঝে ভালোবাসা।
হৃদয় মাঝে রম্য নারী এই প্রকৃত জীবন সঙ্গ।
হাস্য ভাবে চলবে যাত্রা প্রেমের রসে সাজবে অঙ্গ।
Suman Ranjan Sen
Nandapur,Bhanga Bazar,
Karimganj,Assam,India.