এমন জীবন
            সুমন রঞ্জন সেন
            05/05/2019
যে দিন আমি চলে যাবো
মায়ার সাগর এমনি ফেলে,
পঞ্চভূতে বিলীন হবে
আত্মা যাবে খেলে খেলে।

টাকা পয়সা গাড়ী বাড়ি
থাকবে তাহা অন্যের কাঁধে,
আপন জনের চোখের জলে
আনন ভিজে দুঃখে কাঁদে।

জীবন সঙ্গী আছেন যিনি
হঠাৎ ভেঙ্গে অন্তর আকাশ,
কোথা থেকে আসবে অন্তর
মায়ার এমন স্নিগ্ধ বাতাস।

কর্ম যাহা দশের জন্য
জগত মাঝে স্মৃতি থাকে
কাজের ফলে মানব মাঝে
এমন মানব নিত্য রাখে।

কান্না হাসির এমন জীবন
করছে যেন শত খেলা,
কেহ কখন যাবে চলে
মায়ায় ভরা এমন মেলা।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::