অমেয় সম্পদ
সুমন রঞ্জন সেন
১০/০৫/২০১৯
বঙ্গের মতো রঙ্গ যখন
প্রচার হবে শত মত,
তাহা থেকে অনেক শেখা
পাবে নানা রঙ্গের পথ।
সৃষ্টি ধারা অমেয় সম্পদ
চলবে কলম দ্রুত বেগে,
নয়ন মাঝে দেখবে যাহা
লেখবে লেখক হেসে-রেগে।
তিথি পালন করলে যে নয়
নিতে হবে ভাষার শিক্ষা,
কর্ম ধারায় দেখবে তাহা
কেমন ভাবে হচ্ছে দীক্ষা।
ভাষার জন্য শহিদ যারা
স্মরণ রাখবে হৃদয় মাঝে,
মাতৃভাষার সোনার খনি
সেজে উঠবে নব সাজে ।