আজ্ঞাবহ কথন
সুমন রঞ্জন সেন
04/09/2019
পিতা-মাতার কর্মফলে
আলোর দেখা শুরু,
শত কষ্ট সহ্য করে
হলেন জীবন গুরু।
কর্ম মাঝে জীবন পথে
অনেক বড় হবে,
মোদের আশা মানব মনে
মোদের শিশু রবে।
সঙ্গ দোষে আচার বদল
উলট পালট কর্ম,
প্রেমের মোহে পড়ে নাকি
কেমন হলো মর্ম।
মাতৃহারা হবে যখন
বুঝবে মায়ের মায়া,
মা-মা বলে গলা ফেটে
ডেকে ধরবে কায়া।
পিতা মাতার কথন মানলে
ভবে মিলবে শান্তি,
অপার মায়ার মিলবে নারী
চলে যাবে ক্লান্তি।