"আগমনে "
সুমন রঞ্জন সেন
30/08/2018
কোথা থেকে এসেছ যেন,
কোথায় যাবে এক্ষণে।
চলছ নাকি কর্মপথে,
তুমি প্রেরণা অর্পণে।।
ধীর পায়ে হেঁটে হেঁটে ,
আসবে জীবন মাঝে।
ধরাধাম সেজে তুলবে
থাকবে নব সাজে।।
লাল শাড়ি পরে অঙ্গে
আলতা মেখে দু-চরণে।
মানবী দেখা যাচ্ছে যেন,
পদধ্বনি আসছে কানে।।
আগমনে ভব মাঝে
দেখবে কতো আলো।
কতো আশায় তুমি আসছ
চিত্ত নাহি কালো।।
কর্ম স্পর্শে আলোকিত
উজ্জ্বলময় মণি।
এমন ভাবে আসছ নাকি
আগন্তুক রমণী।।
তোমার আগমনে আনন্দ মনে
কল্পনায় কতো রাশি।
গাত্রে সুবর্ণ শোভিত এমনি
হৃদয়ে যেন দেখব হাসি।।