আকাশ -বাতাস, সূর্য -তারা
সবেতেই আছে আলোর ঝারা
আজ পতপত করে উড়ছে পতকা
তুমি কি দেখিতে পাচ্ছো
তোমারি আনা স্বাধীনতা।
আজ তোমার জন্মদিন
ছোট থেকে বড়
কিংবা,বড় থেকে ছোট
সবাই করছে আনন্দ
তুমি কি দেখিতে পাচ্ছো?
স্কুল, কলেজ কিংবা টিউশন
সবারি কাছে তুমি আজ গোল্ড সন
আকাশে-বাতাসে আজ চারিদিকে শুধুই তুমি
তোমারি বাণী উচ্চারিত হচ্ছে
তুমি কি দেখিতে পাচ্ছো?
এক দিকে মন বড্ডো শান্ত
কারণ তোমার আজ জন্মদিন।
আর একদিকে মন বড্ডো ব্যাকুল
তোমাকে খুজে পাবার ক্ষুদায়।
জানিনা তুমি কোথায় আছো
কি বেশেই বা আছো
যেখানেই থেকো ভালো থেকো
আকাশ -বাতাস, সূর্য -তারার সঙ্গে
শুধু ছোঁয়া রেখো
তোমার মহিমার গন্ধ
যেন এই ত্রিভুবনে ছড়িয়ে পড়ে
কারণ তুমিই সেই আজাদ হিন্দ ফৌজ
তুমি সেই স্বাধীনতা সংগ্রামী
নেতাজি সুভাষ চন্দ্র বোস।