সত্য নাকি মিথ্যা
-সুমন মন্ডল
সত্য কথা বলতে গেলে
পেটে পড়ে চাপ,
মিথ্যা কথা বলতে গেলে
করতে হবে রাজ।
মিথ্যাগুলো ঘুরিয়ে-ফিরিয়ে
করিয়েছো তুমি সত্য,
কিন্তু তুমি-ই জানো
কহিতেছো তুমি মিথ্যে।
মিথ্যা যদি এই পৃষ্টে হয়
সত্য কিন্তু ওই পৃষ্টে,
পৃষ্ঠা-তো তোমাকে উল্টোতেই হবে,
সেইদিন পড়বে তুমি ধরা
খুলবে পর্দা, সরবে চাদর
বুঝতে পারবে তোমার রূপ।।