ক্ষুদ্র-নিম্ন-চিন্তা
সুমন মণ্ডল
আচ্ছা! ক্ষুদ্র যাকে বলে,
নিম্ন কি তাকেই বলে?
অর্থাৎ, ক্ষুদ্র যদি টাকা হয়,
নিম্ন কি তার সম্নান?
নাকি,নিম্ন যদি টাকা হয়
ক্ষুদ্র তাহলে তার সম্নান।
যে তোমায় ক্ষদ্র বলে,নিম্ন বলে,
তারা কী ভেবে দেখেছে
তুমি যেতে পারও-এর-ও উর্দ্ধে।।
তারা ভেবে দেখেছে তোমায়,
তাই তো তারা ভয় পায়
তুমি যদি তাদের উর্দ্ধে চলে যাও,
তাই তারা সবিনয়ে করতে থাকে
ক্ষুদ্র,নিম্ন বলে অপমান।
তাই তুমি যেটার স্বপ্ন দেখেছো,
যেটা তুমি ভেবে দেখেছো,
ক্ষুদ্র-নিম্ন-র সেই যন্ত্রনা ভুলে,
সেটাই তুমি করো।
যেটা শুধু মাত্র তুমিই করতে পারবে,
এই বিশ্বে আর অন্য কেউ-ই নয়।।