দিদা আমার শক্ত সবল
একটু ভারি-ভুরি,
দুপুরে তাই অল্প ভাত
রাত্রে শুধুই রুটি ।।
ভাত শেষে তবে একটা পান
খেতো একটু মুলে,
আমিও তবে ছাড়তাম না
নিতাম একটা তুলে।
দুপুর গড়িয়ে বিকেল বেলায়
দেখতো তবে বাগান
কোন গাছেতে কতটা লাগিবে পুষ্টি
সেই বিষয়ে দিদার অনেক জ্ঞান।।
আজ কিছুই দেখিতে পাই না তেমন
দিদা এখন নার্সিংহোম,
ডাক্তার বলেছে নারি নাকি জড়িয়ে গেছে
খাবার হচ্ছে না পাচন।
আবার C.T.Scan-এ পড়েছে ধরা
সিকাম নাকি হয়েছে ছোট,
অ্যাপেন্ডিক্স তবে হয়েছে বড়ো
ডাক্তার বলেছে হয় টিউমার নয় ক্যান্সার।
তবে এখানেও শেষ নয়
পেটে ও বুকে জমেছে জল।
ডাক্তার বলল করিবে অপারেশন
অপারেশন তবে এ Successful.
ভেন্টিলেশনে আছে দিদা
ভগবানের কাছে একটু দোয়া
দিদাকে যেন খুব তাড়াতাড়ি ঠিক করে দেয়।
আর, যে সমস্ত কবিবর
এই কবিতা পাঠ করিতেছ
তারাও যেন আজ
মোর দিদার জন্য করে প্রার্থনা।।