পাল্লায় জীবনের শিকার
সুমন মণ্ডল
পড়াশোনা,চাকরি,বাড়ি,গাড়ী
এই-ই জীবনের লক্ষ্য রাখিতে হবে,
না হইলে ধরবে না কেও তোমায়।
জীবন কোথায়?
এই কী চারটি শব্দের মধ্যে......
সত্যি কী তাই!
নিজে যা ভাবিবে
তা কী হবেনা পূরণ,
তুমি হও ডাক্তার,ইঞ্জিনিয়ার.....
তোমাকে হতেই হবে,
শুধু পাল্লা,শুধু পাল্লা;
জানিস তোর এক কাকু ছিল ডাক্তার...
তোকেও হতে হবে,
তখন সবে পাঁঁচ বছর,
শিশুরা পড়ছে সহজপাঠ
জানিলো সে সব উচ্চ বংশজাত,
লক্ষভেদ করিতে হইবে;
একটুও ভুল হয় না তাতে
তাহলে সবনাশ।
সব শেষ,সব শেষ
জীবনও তখনি শেষ।।
এই কবিতাটি আমার এক বন্ধুর জন্য লেখা।।