প্রহসনের শিকার
~ সুমন মণ্ডল
একটা ছোট বাচ্চা ছিল
সবে মাত্র ছয় বছর,
তাকেও ছাড়িল না এরা
সবিনয়ে করিল প্রহসন।
--------------------------------------
আসলে তার হয়েছিল পেটে ব্যাথা
এক সপ্তাহ ধরে ভুগিতেছিল,
ডাক্তার-রা তাকে দিল গ্যাসের ঔষধ
করিল ভুল চিকিৎসা ভুয়ো ডাক্তার বেশে।
---------------------------------------------
আমার বাবা শুনিলো যখন এই কথা
আনিল তাকে গ্রাম হতে বাহির
শহরের বুকে করিতে চিকিৎসা।
---------------------------------------------
আলট্রাসনগ্রাফিতে পড়িল না ধরা
করলো তবে C.T.SCAN
ডাক্তার বলিল হয়েছে কিছু
বাহির থেকে উত্তর আসে
করিতে হইবে অপারেশন।
---------------------------------------------
অপারেশন! শুনেই চক্ষু চড়ক গাছ সবার
ধরিতে হইবে মনিব লোককে
যে দিবে আমায় একটু টাকা।।
--------------------------------------------
এমনি এক মনিব লোক ছিল
যে বলেছিল অন্য ডাক্তার দেখাতে।
তার নাম বলা সেই ডাক্তার দেখাতে গেলে,
পৃষ্ঠ সহ মুণ্ড দলিত হইত চাকার নিচে।
---------------------------------------------
সেই মনিব লোককে উপেক্ষা করে
দেখিয়েছি মোরা ভালো ডাক্তার।
এই শুনে পাশের ঘর থেকে আওয়াজ আসে
ঘোড়া ডিঙিয়ে খেয়েছো ঘাস
দলিত হইবে পদতলে
না-হইলে সর্বনাশ।
---------------------------------------------
ছি! ছি! ছি!.....
সবে মাএ ছয় বছর।
দলিত হইল মনিবের পদতলে।
যারা মধ্যম তারা নাড়িতে থাকে মাথা.
কিছু করিতে পারে না তারা,
আবার বলিতে থাকে
যেমন করেছো মনিব লোককে অবহেলা
এবার দেখো কোখায় পাও তুমি টাকা ?
আমরা বলেছি চিন্তা করো না,
"Money" কথার মানে
Momentarily Owned Not Eternally Yours
অর্থাৎ, ক্ষণিকের জন্য তৈরি মালিক
চিরকাল স্থায়ী নয়।
তাই, যে আজ প্রজা
সেই কাল রাজা।।
-------------------------------------------------------------