দিদি আমার বেজায় ভালো
তাই করি আমি মারপিট,
তবুও মা কিচ্ছুই বলে না
যদি না করি বাড়াবাড়ি।
মা যখন যায় চলে,
শুরু করি আবার.........।
এই শুনে পাড়ার লোকেরা বলে
ওদের ঘর সাপে-লেউলে।
এই শুনে মায়ের মনে বড়োই কষ্ট হোত,
তখন আমি বলতাম মাকে,
তোমার এক ছেলে হবে ডাক্তার
আর আরেক মেয়ে হবে প্রফেসার।
কিন্তু মায়ের মন পড়তে পারি না আমরা,
মাও জানে তাকে দিই মোরা শান্তনা।।
এই শান্তনার বসেই,
বাবা নিয়েছিল ছোট দুখানি ইচ্ছে।
মায়ের কষ্ট ঘুচিয়ে দেব
বাবার ইচ্ছে পুরন করব
দুজনেই কিছু না কিছু করেই দেখাব।।