সবার আগে মনুষ্যধর্ম
সুমন মণ্ডল
ভিন্ন তম মানুষ
ভিন্ন তব কথা।
ভিন্ন তম ধর্ম
ভিন্ন তব শিক্ষা?
না, শিক্ষা তো ভিন্ন নয়।
আমি পড়ি,তুমি পড়ো,সবাই তো পড়ে
শিক্ষা তো ভিন্ন নয়।।
তাহলে ভিন্ন কেন ধর্ম?
কিংবা ভিন্ন কেন মনুষ্যকথা।
আচ্ছ! ভিন্ন তাহলে চিন্তা।।
চিন্তা যদি ভিন্ন হয়,
শিক্ষা কি তাহলে ভিন্ন?
না,কখনই তা নয়।
আমি পড়ি,তুমি পড়ো,সবাই তো পড়ে
আর গড়ি শত শত রত্ন।
এই শত শত রত্নের মাঝে,
আমরা কি খুজিতে পারব
মানুষের সেরা মনুষ্যধর্ম।।