ইতিহাসের পাতা ঘেঁটে দেখি
যুদ্ধবাজ বীরদের নাম সারি সারি
ভারতীয়,আফগান, ইরাকি, মূঘল,
পর্তুগীজ, বৃটিশ আরো কতো জাতি...
কি উদগ্র বাসনা নিয়ে যুদ্ধবাজ
রাজা, উজির, সেনাপতি,সৈন্য...
কেউ তারা নেই আজ
ইতিহাসের পাতা কি আজও খালি?
বিলাস-ব্যসন, ঔদ্ধত্য অহংকার
হত্যা,জয়-পরাজয় সব অর্থহীন
তবুও ঘটে গেছে কতো তুঘলকি কাণ্ড
রাত জেগে ঢুলে ঢুলে পড়ে
আজকের মেধাহীন ছাত্র
ভুল তথ্যে ভরে থাকে
তাই পরীক্ষার খাতা
শুধু ভাবি এইটুকু নামের আশায়
জীবনের কি বিশাল অপচয়!