আড়াল হারাচ্ছে আমাদের পৃথিবী
একটুখানি আড়াল চাই সবার
বালি হাঁস, মাছরাঙা, কানিবক
শোল-বোয়াল, গাছ-গাছড়ার
সাপ কিম্বা পোকামাকড়
বস্তিতে বেড়ে উঠা কিশোরীর
সংগ্রাম মুখর যুবকের
ক্লান্তিতে নেতিয়ে পড়া নারীর
এমনটা তো ছিলোনা
কয়েক দশক আগেও
কেনো হচ্ছে এমন?
দেশনায়ক থেকে আমজনতা
কেউ কি একবার
প্রশ্ন করছি নিজেকে
কেনো হচ্ছে এমন?