তাকে খুঁজে  মরছি
চারদিগন্তে
জলে স্থলে অন্তরীক্ষে
চোখের তারায় তারায়
দিনে রাত্রে,
আলোয় অন্ধকারে
দূর্যোগে সচ্ছলতায়
সঙ্কটের শীর্ষবিন্দুতে
মননে মননহীনতায়
পেলামনা কোত্থাও
আসলে সে তো কোথাও নেই
ছিলোনা  কোনোদিন
বোকার জগতের কিছু বাসিন্দা
কেবল অলীকের পেছনে
অযথা ছোটাছুটি করে
আমার মতো সময় নষ্ট করে...