না আমি বিদ্রোহী নই
প্রতিবাদীও নই
অনেকটা ছাপোষা মানুষ
বলতে পারেন আমাকে
চাকরিটা যে এখনো আছে
তাই ভেবে রীতিমতো বিস্মিত হই
না,সময়মতো অফিসে যাই
ঘরে ফেরার সমূহ তাগিদ
উপেক্ষা করি
সময়ের আগে পা বাড়াইনা,
বসদের খাস কক্ষে গিয়ে
অন্যান্য সহকর্মীদের জীবনবৃত্তান্ত আনিনা তুলে -
মৌসুমের ফল-ফলাদি
নেপাল থেকে আনা
প্রথমা কোমল পশমিনা চাদর
এটা-সেটা বিশেষ উপহার নিয়ে
হাজির হইনা তার বাসায়-
কর্তারা ভুল বললেও
হে হে করে, ঠিক বলেছেন বলে
কচলাইনা হাত...
অফিস ছুটির পরে
নামকরা হোটেলে
ডিনারের আদব রক্ষা-
ফাইল এদিক-ওদিকের নির্দেশ এলে কৌশলে না বোঝার ভাণ করে
অমান্য করার নিঁখুত অভিনয়...
চাকরিটা এখনও আমার আছে তো
এই দুর্দিনে?