তোমাকেই উত্সবের কেন্দ্রবিন্দু বানাবো
অভিজাত ফুলেল সাজাবো উৎসবদিন
সুস্বাদু খাদ্য আর সতেজ পানীয়ে
সুসজ্জিত করে দেবো খাবার টেবিল
আমার এই আনন্দ কুটির...
সুবোধ কাব্যের অন্দর সজ্জায় রাখবো
পৃথিবীর নানা প্রান্তের
ছড়িয়ে থাকা দুর্লভ শিল্পকর্ম;
ক্ষণেক্ষণে তোমাকে চমকে দেবার মতো
- মুল্যবান সব উপহারসামগ্রী।
আরো কি কি চাই তোমার বলো!
হ্যাঁ;এখানে আসার আগে অবশ্যই
ভুলে গেলে চলবে না কিন্তু
সাথে এনো টাকা-ভর্তি ডেবিট কার্ড-
আমরাও প্রস্তুত আছি
সব ধরণের সেবা নিশ্চিত করতে -