মায়ের মাহাত্ম্যের কথা ছেলের কবিতায় উঠে আসে নিবিড় সুতীব্র আবেগে
সহধর্মীনি থাকেন ততোটাই অবহেলিত
কাকভোরে সবাই যখন ঘুমের মৌতাতে মেতে,
তিনি থাকেন সসব্যস্ত
দিনের করণীয় বিড়বিড় করেন নিশব্দে
তিনবেলা জমে উঠে আলু-পটলের পাহাড়
অবিরাম একঘেয়ে কুটনা- বাটনা
স্তুপের পর স্তুপের মতো জমে থাকে এটো বাসন -কোসন
হাড়ির পর হাড়ি উঠে-নামে
জলন্ত চুলায়,
তার শরীরে, শাড়ী-পোশাকে
আদা -রসুন- পেঁয়াজের বোটকা গন্ধ
নিজের খাদ্য অন্যকে দিয়ে
আধপেটা খেয়ে
অতিথি আপ্যায়ন, বিদায়ে
একচিলতে হাসি অমলিন
যুগে যুগে তার যৌবন নিঙ্গড়িয়ে চলে পরিবারের শুভযাত্রা
তার পরিচয় "হাউসওয়াইফ"
অস্বীকৃত শ্রমের শিকলে বাধা
ভারী হয়ে আসা পা''দুটো
তখন বড়ই ক্লান্ত
সে জানেনা দেশ ও রাজনীতির আকাশে
ঘটে যাওয়া যতো সব অঘটন
সে তো শুধুই হাউসওয়াইফ-