ছাপোষা আমার মুখের অবস্থা যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে  পারতেন  আমার বর্তমান দশাঃ
বসের মেয়ের জন্মদিন, জমকালো উপহার দেওয়া চাই
বোনের মেয়ের বিয়েতে সন্তোষজনক  দান সামগ্রী
আর হ্যা নিসন্তান মাদকাসক্ত পিতৃব্য
নানাবিধ জটিল রোগে আক্রান্ত  হয়ে মৃত্যু সজ্জায়
গত সপ্তাহে বেতন  পেয়েছি নিয়মিত  খাতগুলোতে বরাদ্দ মিটিয়ে হাত প্রায়  শুন্য
আপনারাই বলুন আমি কোন দাবীটি অস্বীকার করবো?