কাকে যেনো খুঁজে ফিরছি
না, বার বার প্রমাণ করে দিওনা
সে তুমি নও
সে কোনো পুরুষ নয়
সে স্বামী নয়
সে প্রেমিক নয়
সে বন্ধুও নয় (!)
সে বন্ধু হয়ে উঠতে জানেনা
বিপরীতে ভেসে উঠে নির্যাতকের মুখ
তাই আজ কথা বলি
নিজের সাথে
সবচেয়ে নিরাপদ তোমার জন্যে
"হে নারী"
শেষপর্যন্ত কেবলি
ভূমিকাকে পুনরাবৃত্তি করি
রাঁধার পরে খাওয়া
আর খাওয়ার পরে রাঁধা চক্রে ঘুর্নায়মান
মানবতাহীন
অকৃতজ্ঞতার সাক্ষী হয়ে থাকা
যাপিত জীবন  
পুরনো একঘেয়ে নথিতে
ক্লান্তিকর সাক্ষর
আজ আর কিছু বলবোনা
যেটুকু বলেছি বুঝে নাও
মিলিয়ে নাও.....