দেশের হিরো আজ কারা?
নানা রঙের দূর্বৃত্তরা?
কখনো নারী-কখনো পুরুষ,
কখনো ধর্ষক,
কখনো ধর্মের মুখোশ পরা প্রতারক
রাজনীতিবিদ, প্রশাসক
রঙিন গল্পের দুনিয়ায় আছি আহা
পুলিশে ছুঁলে আঠারো ঘা
খুব ধন্দে আছি
আমি কি ঠিক আছি?
নাকি যখন তখন পড়বে হাতকড়া?
অথবা পথের পাশে
পড়ে থাকা লাশ হবো
বাবা-মায়ের দেওয়া
কয়েক দশক আগের
ভালো-মন্দের শিক্ষা
আজও কি প্রাসঙ্গিক
নাকি বস্তাপচা?
প্রজন্মের কাছে কারা হবে উদাহরণ?
কি হবে জীবন চলার মূলমন্ত্র?
বেঁচে থাকার উদ্দীপনা?