না, ঐখানে থেমে নেই জীবন
যে গর্তের ভেতরে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে আমাকে
এই দ্যাখো ধুলো ঝেড়ে
অন্ধকার থেকে বের হয়ে এসেছি
তোমার মতো মানুষগুলো খুশি হোতো যদি অতীত চিবিয়ে চিবিয়ে
কান্নার রোল তুলতাম
চোখের নীচে কালি
আর দৃষ্টি জুড়ে বিষণ্ণতা আর হাহাকার ছড়িয়ে থাকতো
খুব মজা লুটতে এইসব ব্যর্থতায়
পরাজয়ে-
এই দ্যাখো আমি এক স্বাধীন মানুষ
আজও আমার ত্বক, চুল , মুখশ্রী পৃথিবীর প্রতিটি শুভযজ্ঞে -অর্জনে নেচে উঠে
ধ্রুপদী নৃত্যের তালে তালে -
**একজন হারতে হারতে জিতে যাওয়া নারীর বয়ানে