আগাছার মতো অপচয়িত সময়
অনাকাংক্ষিত-
অযায়গায় যোগ্য মানুষ
আসনে উপবিষ্ট অযোগ্য অমানুষ
এভাবে মোহর সময়গুলো
দেওয়ালে দেওয়ালে ফিরে যায়
আর্তনাদ করে
মনোযোগ পায়না গভীর ক্ষত
তুচ্ছ নাচে পুচ্ছ তুলে