তোমাকে রুখতে পারবেনা জানি কেঊ
তোমার শৈশবকে গলা টিপে মেরে
তোমাকে পিছনে টেনে ধরে
তোমার দীপ্ত পায়ে শিকল পরিয়ে
অকারণ যুদ্ধের ডামাডোলে
তোমাকে ক্ষুধার্ত পশুর মতো খুঁড়ে
বিনা বেতনের স্থায়ী গৃহকর্মী বানিয়ে
সন্তানদের পাহাড়তুল্য বোঝা চাপিয়ে
তোমার মেধা চুরি করে
তোমার মননকে নিয়ত অবদমিত করে
না, কিছুতেই না, কেঊ না-
তুমি তো অনন্য পথিকৃৎ
তুমি কিন্তু আশাহত হোয়োনা
সতর্ক থেকো, সা্হসী থেকো
বাঁচতে গেলে
কতোকিছুই তো জানতে হয়
শুধু সময়ের অপেক্ষামাত্র...
একদিন সব বাধা ভেঙ্গে
হয়তো রক্তাক্ত-আহত পায়ে
একদিন তুমি বিজয়ের ঝাণ্ডা উড়াবে
উড়াবেই
ফিরে দেখো অতীতে
ইতিহাস সাক্ষ্য দেবে তোমার পক্ষে